Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সক্ষমতা উন্নয়ন প্রকল্প কার্যবিবরণী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৫ নং বন্দুক ভাঙ্গা ইউনিয়নের অস্থায়ী কার্যালয়

বনরম্নপা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

 

অদ্য ২৫/৭/২০১৩ ইং সকাল ১০.০০ ঘটিকায়  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির পুনঃ গঠন ওঅত্র্্&&&&&&&&&&&&&&&&ইুউনিয়নের্আর্থ-সামাজিক্&&&&&&উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাসত্মবায়ন ও সমন্বয় সাধন প্রসঙ্গে  এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিতব করেন বাবু বরম্নন কামিত্ম চাকমা, চেয়ারম্যান, ৫নং বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদ, রাঙ্গামাটি সদর উপজেল।  উক্ত সভাপতি সম্মানিত ইউপি  সদস্য/সদস্যা ও  স্থানীয় ব্যক্তিবর্গ এবং সরকারী কর্মকর্তা কর্মচারী ও এনজিও প্রতিনিধি  উপস্থিত ছিলেন।

 

আলোচ্যসূচীঃ

১। ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি সভা ও কমিটি পুনঃ গঠন প্রসংগে।

২। অত্র্্&&&&&&&&&&&&&&&&ইুউনিয়নের্আর্থ-সামাজিক্&&&&&&উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাসত্মবায়ন ও সমন্বয় সাধন প্রসঙ্গে ।

৩। বিবিধ

ক্র.নং

আলোচ্যসূচী

আলোচনা

সিদ্ধামত্ম

দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যক্তি

মৎস্য বিষয়ে অবগত

প্রথমে মৎস্য কর্মকর্তা সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে মৎস্য বিষয়ে আলোচনা করেন। অত্র্ইউনিয়নের চেয়ারম্যান ও সকল্&&&&ইউপি সদস্য/সদস্যাদের কাছে আকুল প্রার্থনা করেন তারা যেন মৎস্যজীবিদের সুবিধা অসুবিধার অবস্থা ভালোমত দেখেন ।&&&&আগামী ২৯ জুলাই থেকে মৎস্য নিবন্ধন শুরম্ন হবে।সেখানে যেন প্রকৃত মৎস্যজীবি নিবন্ধনে কে্&&উ বাদ না পড়ে । কিন্তু নিবন্ধন হতে হলে অত্র এলাকার স্থায়ী বাসিন্দা আবশ্যক । তিনি এ বিষয়ে সকলের কাছে সহযোগীতা কামনা করেন।

চেয়ারম্যান,সকল সদস্য/সদস্যাবৃমদ,স্থানীয় ব্যক্তিবর্গ এ বিষয়ে সহযোগীতা করবেন।

মো.মনিরম্নল্&&&&ইসলাম ,মৎস্য অধিদপ্তর রাঙ্গামাটি সদর্&&&&উপজেলা

তথ্য সেবা কেন্দ্রের সুযোগ সুবিধা

সুশামিত্ম  চাকমা বলেন ই্উনিয়ন তথ্য সেবা কেন্দ্র অত্র ইউনিয়নের যাবতীয় উন্নয়ন কর্মকান্ড, সরকারী বেসরকারি সংস্থার কার্যক্রমের তথ্য সেবা প্রদান করে থাকে। তিনি বলেন বর্তমানে অত্র ইউনিয়নে দায়িত্বরত সকল কর্মকর্তা কর্মচারীদের ছবিসহ জীবনবৃত্তামত্ম তাকে জমা দেওয়ার জন্য। এভাবে অত্র ইউনিয়নের   চেয়ারম্যন,সেক্রেটারী,সকল সদস্য/সদস্যাদের  ছবিসহ জীবনবৃত্তামত্ম জমা দেওয়ার জন্য বলেন । এক নজরে ওয়েব সাইটে খুজলে সব তথ্য পাওয়া যাবে। সিটিজেন চার্টার সম্পর্কে অবগত করেন।

সকল কর্মকর্তা কর্মচারীরা ও সকল সদস্য/সদস্যারা অঙ্গীকার করেন প্রয়োজনীয় সব তথ্য জমা দেওয়ার ।

সুশামিত্ম চাকমা উদ্যেক্তা রাঙ্গামাটি সদর্&&&&উপজেলা

অত্র ইউনিয়নের লোকজনের স্বাস্থ্য সেবা,অবস্থা 

স্বাস্থ্য কর্মকর্তা বাবু কিরণ ধর চাকমা বলেন তারা দুটি বিষয়ে টিকা ও সেবা দিয়ে থাকে প্রিভেনটিভ ও কিওরেটিক । বাচ্চার রোগ প্রতিষেধক টিকা, গর্ভবতীর টিটি টিকা ,কুষ্ঠ,যÿা রোগের টিকা প্রদান করে থাকে পাড়া পাড়া গিয়ে্এবং কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে  এসব সেবা প্রদান করে। তিনি ইউপি মেম্বাদের প্রতি অনুরোধ করেন যদি কোন বাচ্চা,গর্ভবতী মহিলা অজানাভাবে সেবা থেকে বঞ্চিত হয় তারা একটু জানিয়ে দেয় ।তিনি আরও বলেন কিশোরীরা টিটি টিকা গ্রহণে অনিচ্ছা । 

কেউ স্বাস্থ্য সেবা থেকে  বাদ না পড়ে সেদিকে নজর রাখবে স্বাস্থ্য কর্মকর্তা বলেন।ইউপি সদস্য/সদস্যারা আশ্বাস দেন টিটি টিকা গ্রহণে কিশোরীদের আগ্রহী করবে।

কিরণ ধর চাকমা স্বাস্থ্য কর্মকর্তা রাঙ্গামাটি সদর্&&&&উপজেলা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে

 যুবলাল চাকমা বলেন প্রতি ইউনিয়নে রাসত্মা পরিষ্কার, গর্ত ভরাট ,রাসত্মা সংরÿণের জন্য ১০ জন দুঃস্থ মহিলা পাঁচ বছরের জন্য নিয়োগ করা হয়।দৈনিক ১২০ টাকা করে দেওয়া হয়।সেই টাকা থেকে কিছু অংশ জমা করে দেয় ।মেয়াদউর্ত্তীনে প্রতি জনের প্রায় ৬৮০০০/- জমা হয় যাহা দিয়ে একটা সহনীয় পরিবেশ তৈরী করতে পারে। তিনি অনুরোধ রাখেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য/সদস্যাদের দুঃস্থ নারীদেদেরকে চিহ্নিত করে পরবর্তী কার্যক্রমে সহায়তা করে। 

চেয়ারম্যান,সকল সদস্য/সদস্যাবৃমদ,স্থানীয় ব্যক্তিবর্গ এ বিষয়ে সহযোগীতা করবেন।

যুবলাল চাকমা কমিউনিটি অগানা্&&&ইজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি সদর্&&&&উপজেলা

বর্তমানে শিÿার প্রেÿাপট

অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় অভিযোগ করে বলেন দুর্গম এলাকার শিÿকরা নিয়মিত ক্লাস করেনা।তিনি উপস্থিত শিÿক প্রতিনিধিকে অনুরোধ করে বলেন সেই বার্তা যেন শিÿা অফিসারের কাছে পৌঁছে।আপাতত বাকিগুলোতে ঠিকমত আছে।তবে কোনো কোনো বিদ্যালয়ের রেজাল্ট সমেত্মাষজনক নয়।

বিনয় কুমার চাকমা বলেন সেই বার্তা শিÿা অফিসারের কাছে পৌঁছে দিবে।

বিনয় কুমার চাকমা , প্রধান শিÿক ,খারিখ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় রাঙ্গামাটি সদর্&&&&উপজেলা।

কৃষি সম্পর্কিত সমস্যা সমাধান্্

&উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন দেওয়ান বলেন কৃষকরা ফসলের সমস্যা,রোগের লÿণ চিহ্নিত করে তাদেরকে জানানো ,সঠিকভাবে কীটনাশক সার ব্যবহার ,অযথা যত্রতত্র রাসায়নিক সার ব্যবহার না করা।তিনি আরও বলেন প্রতিটি ওয়ার্ডে কৃষি বিষয়ক কমিটি গঠন করার জন্য অনুরোধ করেন।

কমিটি গঠনের কার্যক্রমটি মনোনীত করেন অত্র  এলাকার চেয়ারম্যান ,কার্বারী , সদস্য /সদস্যাবৃন্দ।

সুজন দেওয়ান কৃষি সম্প্রসারণ অধিদপত্মর রাঙ্গামাটি সদর্&&&&উপজেলা

 

প্রাণী সম্পদের রÿণাবেÿণ,পালন, টিকা প্রদান ইত্যাদি বিষয় সম্পর্কিত

ÿুরারোগ,কৃমিনাশকওষুধ ,টিকাপ্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।কিভাবে টিকা দেওয়া যাবে ।দীপল চাকমা বলেন দেশী গাভীর সাথে ফিজিয়ান গরুর কৃত্রিম প্রজনন করা হয়।এতে প্রায় ১৫-২০ লিটার দুধ পাওয়া যাবে।

টিকা দেওয়ার জন্য অত্র ইউনিয়নের ২/৩ জায়গায় জড়ো করে দিবে গরম্নগুলোকে। কৃত্রিম প্রজনন বিষয়ে পরবর্তী মিটিং এ জানাবে।

দীপল চাকমা (কৃত্রিম প্রজনন)ও সুজ্যোতি বিজয় চাকমা(টিকা) প্রাণী সম্পদ অধিদপ্তর রাঙ্গামাটি সদর্&&&&উপজেলা

পরিবার পরিকল্পনা সম্পর্কিত

দিলীপ কুমার চাকমা বলেন বিবাহ তারিখ হতে ৪৯ বছর পর্যমত্ম পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা দিয়ে থাকে। তার মতে অত্র ইউনিয়নে বাল্যবিবাহ প্রকোপ বেশি ।তাই তিনি অত্র এলাকার কার্বারী ,সদস্য-সদস্যদের  সে বিষয়ে একটু সতর্ক হওয়ার আহবান জানান।

সদস্য/সদস্যাবৃমদ,স্থানীয় ব্যক্তিবর্গ এ বিষয়ে সহযোগীতা করবেন।

 দিলীপ কুমার চাকমা পরিবার পরিকল্পনা পরিদর্শক স্বাস্থ্য অধিদপ্তর রাঙ্গামাটি সদর্&&&&উপজেলা

পলস্নী উন্নয়ন ও ঋণ খেলাপী

প্রিয়ানন্দ বলেন তারা ৮টি সমিতি গঠন করে দিয়েছে।এ সমিতিতে স্ঞ্চয় জমা নেয় ও্ঋণ প্রদান করে।তবে কিছু ঋণ খেলাপী আছে।(মুবাছড়ি,কুড়ামারায়)

 খেলাপী ঋণ পরিশোধের জন্য সদস্য/সদস্যাবৃমদ,স্থানীয় ব্যক্তিবর্গ এ বিষয়ে সহযোগীতা করবেন।

প্রিয়ানন্দ চাকমা    মাঠ সংগঠক

১০

সÿমতা উন্নয়ন প্রকলপ সর্ম্পকে ও ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির পুনঃ গঠন

সÿমতা উন্নয়ন প্রকলপ সর্ম্পকে  বলেন বিশেষ করে সহস্রাব্দ্উন্নয়ন লÿ্যমাত্রা ২০১৫ সালের মধ্যে পূরণ করার জন্য।পাশাপাশি কোন খাতেকি অপুরণ আছে ।অমিত্মকা সংশোধিত পরিপত্রটি পড়ে শোনান ও হ্যাডম্যান,কার্বারী   অর্মত্মভুক্ত করার জন্য অনুরোধ জানান।

দুই জন কার্বারী কমিটিতে অর্মত্মভুক্ত করা হয়।মধুচন্দ্র কার্বারী ও সাধন মানিক কার্বারী।

অমিত্মকা তঞ্চঙ্গ্যা উপজেলা উন্নয়ন সহায়ক রাঙ্গামাটি জেলা পরিষদ

 

 

 

# প্রত্যেক লাইন ডিপার্টমেনেটর লোকজন নিজ নিজ দায়িতব ও কার্যক্রম সম্পর্কে  ব্যক্ত করেন নিমেণর ছকে দেখানো হলঃ

উক্ত সভায় আর কোন আলোচ্যসূচী না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করেন।

 

 

 

                                                                                                       (বরম্নন কামিত্ম চাকমা)

                                                                                                                 চেয়ারম্যান

                                                                                                        ৫নং বন্দুক ভাঙ্গা ইউ পি

                                                                                                              রাঙ্গামাটি সদর।