Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউপি

১৯৫৮ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ফিল মার্শাল আইয়ুব খান পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করেন। তিনি ১৯৫৯ সালে রাষ্ট্রপতির আদেশ নং- ১৮ বলে ১৮৭০ সালের গ্রাম চৌকিদার আইন (১৮৭০ সালের ৬ নং আইন) ১৮৮৫ সালের বন্দীয় স্থানীয় স্বায়ত্বশাসন আইন (১৮৮৫ সালের ৩ নং আইন) রহিত করে মৌলিক গণতন্ত্র আদেশ ১৯৫৯ জারী করেন। উক্ত ব্যবস্থার অধীনে ৫৯ নং বন্দুকভাঙ্গা মৌজা, ১১৩ নং তৈমেদুং মৌজা, ১১২ নং দুলুছড়ি মৌজা, ১১১ নং কুতুকছড়ি মৌজা নিয়ে ৫ নং তৈমেদুং ইউনিয়ন কাউন্সিল গঠন করা হয়। এর সদস্য সংখ্যা ছিল ৯ জন। তৎমধ্যে ৬ জন নির্বাচিত ও ৩ জন মনোনীত। এর মেয়াদ কাল ছিল ৫ বৎসর। নির্বাচিত সদস্যদের ভোটে তাদের মধ্যে থেকে ১ জন চেয়ারম্যান ও ১ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতেন। নির্বাচিত সদস্যদের ভোটে, প্রাদেশিক পরিষদ ও জাতীয় পরিষদের সদস্য, এমনকি দেশের রাষ্ট্রপতিও নির্বাচিত হতেন। ১৯৬২ সালে মনোনয়ন প্রথা বাতিল করা হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ছাড়াও ইউনিয়ন কাউন্সিলকে ৩৭ টি কার্য্যাবলী সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়। রাঙ্গামাটি সদর উপজেলার উত্তর-পূর্ব কোণে অবস্থিত একটি দূর্গম ও জনবহুল ইউনিয়ন। ইহা ৫৯ নং বন্দুকভাঙ্গা মৌজা নিয়ে গঠিত। মৌজা প্রধান (হেডম্যান) হিসাবে চাকমা সার্কেল চীফ বাবু দেবাশীষ রায় বাহাদুর দায়িত্বেরত আছেন। রাঙ্গামাটি সদর থেকে যোগাযোগ ও যাতায়াতের একমাত্র মাধ্যম নৌ-পথ।

(১)  সীমানা: অত্র ইউনিয়নের-

    উঃ নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন এবং লংগদু উপজেলার লংগদু সদর ইউনিয়ন।

    দঃ বালুখালী ইউনিয়নের কান্দেবছড়া গ্রাম এবং সুবলং ইউনিয়নের সিলেকডাক আদাম।

    পূঃ সুবলং থেকে লংগদু কাউন্সিল রাস্তা

    পঃ সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়ন।

(২)  আয়তন: ১০৫ বর্গ কিলোমিটার।

(৩)  জনসংখ্যা: পুরুষ: ৪,৪১৭ জন।

                 মহিলা: ৪,২৪৭ জন।

(৪) পরিবার সংখ্যা: ১৫৯৮ পরিবার।

 

(৫) গ্রামের সংখ্যা – ৪৩টি

 

৬) মৌজার সংখ্যা –১ (একটি)

 

৭) হাট/বাজার সংখ্যা –নাই

 

৮) শিক্ষার হার –৮৮%

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-  ৩টি

    উচ্চ বিদ্যালয়ঃ ৩টি

 

৯) দায়িত্বরত চেয়ারম্যান –বরুন কন্তি চাকমা

 

১০) ইউপি ভবন স্থাপন কাল – নাই

 

১১) নব গঠিত পরিষদের বিবরণ –

 ক) শপথ গ্রহণের তারিখ – ১১/০৮/২০১১

 খ) প্রথম সভার তারিখ –১১/০৮/২০১১

 গ) মেয়াদ উর্ত্তীনের তারিথ –৩০/০৬/২০১৫

 

১২) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য –১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব –১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –৯ জন।