Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ধান কাটার মৌসুম
বিস্তারিত

বন্দুক ভাংগা ইউনিয়নে মগপাড়া নামক স্থানে একটি বিলের থেকে বর্ষা মৌসুমে পাহাড়ী পুরুষরা কাটা কেটে ঘরে তুলছেন। এ সময় পাহাড়ীদের ঘরে ঘরে ধান কাটার আনন্দ  বয়ে বেড়ায়।বর্ষা মৌসুসে বন্দুক ভাঙ্গা ইউনিয়ন। কর্নফুলী নদী তীর থেকে বন্দুক ভাংগা ইউনিয়নের ভারবুয়াচাপ গ্রামের একাংশ। ছবিটি নেয়া হয়েছে বর্ষাকাল ঋতুতে। বর্ষাকালে বন্দুকভাঙ্গা ইউনিয়নটি পানির সমারহে পরিপূর্ণতা লাভ করে, যা দেখতে খুবই সুন্দর ও মনোহর।বন্দুক ভাংগা ইউনিয়নটি প্রাকৃতিক সৌন্দর্যে  পরিপূর্ণ ।এই ইউনিয়নের যাতায়তের একমাত্র অবলম্বন এই নৌকা । বর্ষা মৌসুমের সময় কর্ণফুলী নদীটি যখন বেড়ে যায় তখন নৌকা বা ইঞ্জিন চালিত বোট ছাড়া অন্য কোন মাধ্যম থাকে না ।  তাই বেশির ভাক পরিবারের নৌকা বা বোট সংরক্ষণ করে রাখতে হয়।