Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাহস বান্দা ঝর্ণা
স্থান

বন্দুক ভাংগা ইউনিয়ন, ৩নং ওয়ার্ড, 

কিভাবে যাওয়া যায়

রাঙ্গামাটি বনরূপা সমতা ঘাট থেকে দেশীয় বোটে করে ২.৫০ ঘন্টা সময় লাগে ।

যোগাযোগ

রাংগামাটি জেলা সদর উপজেলাধীন ৫নং বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ,সাহস বান্দা গ্রামে (সাহস বান্দা ঝর্ণা) টি জনগণের কাছে অত্যন্ত একটি দর্শনীয় স্থান।সেখানে ইঞ্জিন বোটে প্রায় ২.৫০ ঘন্টা সময় পারি দিয়ে সুবলং ঝর্ণার পাশ ‍দিয়ে চারিক্ষ্যং দিয়ে পানি পথে ঐ এলাকা যাওয়া যায়। ঝর্ণাটি দেখতে খুবই সুন্দর ও মনোরম।

বিস্তারিত

রাঙ্গামাটি বন্দুকভাঙ্গা  ইউনিয়নে  ৩নং ওয়ার্ড ,সাহস বান্দা গ্রামে (সাহস বান্দা ঝর্ণা) টি   সব মানুষের কাছে বেশ প্রিয় দর্শনীয় স্থান । রাঙ্গামাটি শহর হতে কাছাকাছি থাকার নদীপথে সকলের জন্য চলাচল ও যোগাযোগ সহজ হয়ে উঠার কারণে মানুষজন সহজেই মন তৃপ্তিতে কর্ম সম্পাদন করে । সকাল হলে চাকরী ও ব্যবসায়িক কাজে লোকজনকে এদিক ওদিক ছুটাছুটি করতে দেখা য়ায় বেশি । কাপ্তাই লেক বা হ্রদের কারণে এই ইউনিয়ন অত্যন্ত আকর্ষনীয় ও অপরূপ হয়ে উঠে সবার কাছে । অবলীলাময় দৃষ্টি আকর্ষিত হয় । এটি যেন হয়ে উঠে যৌবনভরা রূপবতী কর্ণফুলী লেক বা হ্রদ । এ দৃশ্য মানুষের অন্তরকে তৃপ্ত করে । সে জন্য এ ইউনিয়ন পর্যটকদের বারবার আসতে মন চাই ।